নগরীর পতেঙ্গা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নারীর বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা, অর্থ লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালাতে মামলা করেছেন এক ভুক্তভোগী নারী। নগরীর পতেঙ্গা থানাধীন ফুলছড়ি পাড়া ইব্রাহিমের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি তার অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী হোসনে আরা বেগম, ঘটনার দিন ১৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে তার বড় দুই ছেলে বাসায় না থাকার সুযোগে ডাকাতির উদ্যেশ্যে ৬ জন দুষ্কৃতকারী লাঠি, হকিস্টিক ও ধারালো অস্ত্রসহ দরজায় ধাক্কা দেয়। সন্তানরা ফিরে এসেছে ভেবে লাকী বেগম দরজা খুলে দেন, তখনই তারা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। দুষ্কৃতকারীরা তাকে ভয় দেখিয়ে আলমারির চাবি নিতে চায়। জীবন বাঁচাতে তিনি চাবি দিয়ে দিলে সেখান থেকে ১ লাখ টাকা লুট করে নেয় তারা। স্থানীয়রা বলছেন, ১ নং অপরাধী আলমগীর কৃষকদল এর আহবায়ক হয়, ২ নং আসামী বাবলু ৫ তারিখের আগে আওয়ামী লীগ করতো ৫ তারিখের পর কৃষক দলের আহবায়ক আলমগীরের সহায়তায় বনে গেছে বিএনপি নেতা এছাড়াও বাবলু পতেঙ্গায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং পতেঙ্গা থানার সাথে রয়েছে তার গভীর সখ্যতা আসামীগন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধে লিপ্ত। যথাযথ ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এ ঘটনার অভিযুক্ত ব্যাক্তি আলমগীর ও বাবলুর সাথে যোগাযোগ করলে তারা বলেন এ ধরনের কোন ঘটনার সাথে তারা জড়িত নন। রাজনৈতিক, সামাজিক ভাবে হেয় করার জন্য এ ধরনের কমকান্ড গুলো করছে তারা, এ ঘটনায় মাসুম তালুকদার নামে এক ব্যাক্তি পাল্টা থানায় মামলা করেন। এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা শফিকুল ইসলাম বলেন দুপক্ষের মারা মারি হয়েছে এক পক্ষের অভিযোগ পেয়েছি অন্য পক্ষ কে খুজতেছি মামলা নেওয়ার জন্য।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত