/কক্সবাজার বীচ কেন্দ্রিক স্টেকহোল্ডার ও গণমাধ্যম কর্মীদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়
/নিরাপত্তা নিশ্চিতে চার স্থরের বলয়
/হোটেলে মূল্য তালিকা প্রদর্শন ও হকার উচ্ছেদের দাবি
/মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান
/অবৈধ হকার ও গাড়ি পার্কিং উচ্ছেদ সহ নানা উদ্যোগ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
আজ শনিবার দুপুর ১২ টায় (২৯ মার্চ) কক্সবাজারের সমুদ্র সৈকত কেন্দ্রিক স্টেকহোল্ডার ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে চতুর্মাত্রিক নিরাপত্তা বলয় তৈরির ঘোষণা দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
মতবিনিময় সভায় হোটেল নিসর্গের ১৫ মিনিটের সময়ক্ষেপণে ১৫০০ টাকা জরিমানার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে হোটেল ও রেস্তোরাঁগুলোকে মূল্য তালিকা প্রদর্শন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সুগন্ধা পয়েন্টে কার্ডবিহীন দোকান ও ফুটপাত দখলমুক্ত করা এবং লাবণী, সুগন্ধা ও কলাতলী বীচ পয়েন্ট থেকে হকার ও ইজিবাইক উচ্ছেদের দাবি জানানো হয়। এছাড়া, বীচ ম্যানেজমেন্ট কমিটির বিরুদ্ধে বীচ কর্মীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও উঠে আসে।
গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যাটিক ও ফুট পেট্রোল ডিউটি মোতায়েন থাকবে। ২৪ ঘণ্টা মোটরসাইকেল মোবাইল ডিউটি চালু থাকবে। প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ সার্ভিস সেন্টার ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। নারী সদস্যদের সমন্বয়ে আলাদা নারী টিম মোতায়েন থাকবে। ওয়াটার রেসকিউ টিম ও ওয়াচ টাওয়ারে বাইনোকুলারসহ ফোর্স মোতায়েন থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ টিম মোতায়েন থাকবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান টিম গঠন করা হয়েছে যা ১০ দিনব্যাপী অভিযান পরিচালনা করবে।
কৃত্রিম রুম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসনে জেলা পুলিশের সাথে সমন্বয় করে ফোর্স মোতায়েন করা হবে। বীচবাইক, ওয়াটার বাইক, কিটক, ঘোড়া, ক্যামেরাম্যান ও হকারদের দ্বারা হয়রানি রোধে নজরদারি করা হবে। প্রকাশ্যে মাদক সেবন ও সৈকতে হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হোটেল ও রেস্তোরাঁয় পচা-বাসি খাবার বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সমুদ্র সৈকতে পর্যটক হয়রানি রোধে বীচ ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে। সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যুরিস্ট পুলিশ হটলাইন নাম্বার ০১৩২০-১৬০০০০ এর মাধ্যমে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে।
ট্যুরিস্ট পুলিশের এই উদ্যোগ কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত