রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অনুপ্রবেশের অপরাধে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে এ রির্পোট লেখার সময় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন—জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।
পুলিশ ও বিজিবি জানিয়েছে, তারা দুজন সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন।
এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত