খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধীনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণ শেষে সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত