অদ্য ২৭/০৩/২০২৫ তারিখে বান্দরবানের, আলীকদমে বেসরকারি সংস্থার কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণার ইনস্টিটিউট ( BWMRI) থেকে পরীক্ষামূলক ভাবে BHM - 17 ১৩ কেজি ও BARI Sweet Corn -1-১০ কেজি ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।
এতে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন অত্র উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং কারিগরি কৌশল পরামর্শ সহায়তার হিসেবে গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মারমা এবং মাঠ সহায়কগণ উপস্থিতিতে উক্ত বীজ সমূহ বিতরণ করা হয়।
তুলনামূলক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে ভুট্টা চাষাবাদে পতিত জায়গা ব্যবহার হবে এবং বছরে তিন ফসলি উদপাদন করা যাবে। ভুট্টার চাষ বৃদ্ধি করা হলে অত্র উপজেলার কৃষকরা পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের সহনশীল চাষের আওতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত