ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ
মার্চ ২৬, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে নানিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

এর পরপরই নানিয়ারচর থানা, সরকারি কলেজ, হাসপাতাল, প্রেসক্লাব ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পন করা হয়। পরে নানিয়ারচর থানা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় নানিয়ারচর জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি ও সদ্য পদোন্নতি পাওয়া জোন অধিনায়ক মশিউর রহমান, পিএসসি, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মঈমুল হক, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করে উপজেলা প্রশাসন।

এছাড়াও দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয়ে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং অতিথিদের মাঝে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।