ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর জোনাল অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
মার্চ ১৩, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমতি ২ এর আওতাধীন শ্রীপুর জোনাল অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৩ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন এর কর্ণপুর গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাহকদের উপস্থিতিতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে পল্লী বিদ্যুতের বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকসহ উপস্থিত ছিলেন শ্রীপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ আনোয়ারুল আলম,এলাকা পরিচালক জনাব মোঃ ইসরাফিল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ নুরুল ইসলাম,জুনিয়র ইঞ্জিনিয়ার জনাব মোঃ নুরুল হুদা, ইন্সপেক্টর জনাব মোঃ হারুন- অর- রশিদ,
সভায় গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার,বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে এবং সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে যেয়ে সেবা গ্রহণ করার জন্য আহ্বান করা হয়| এছাড়াও বিভিন্ন মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিদ্যুৎ বিভাগ হতে ইমাম সাহেবদের উদ্দেশ্যে প্রেরিত পত্র পাঠ করে শোনানো হয়। এবং তারাবির নামাজের সময় গ্রাহকদেরকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে উদ্বুদ্ধ করার বিষয়টি আলোচনায় আনা হয়।
গ্রাহকদের কোন সমস্যা অথবা অভিযোগ আছে কিনা জানতে চাইলে গ্রাহকগণ নতুন সংযোগ এবং বিদ্যুৎ বিলের ট্যারিফ সম্পর্কে জানতে চাইলে গ্রাহকদের কে নতুন সংযোগের নিয়মাবলী এবং বিদ্যুৎ বিলের ট্যারিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাহকগণ ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিল মওকুফের বিষয়টি আমাদের হাতে নেই মর্মে সবাইকে অবহিত করেন এবং আরো জানান যে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সংযোগ প্রদানকালীন সময়ে বিনা মজুরিতে ওয়ারিং সম্পন্নকরণ সহ কারো জামানত প্রদানে অসুবিধা হলে সহযোগিতা করে সংযোগ সম্পন্ন করা হয় এবং মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সংযোগের ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।এছাড়াও গ্রাহকগণ আগের চেয়ে ভালো বিদ্যুৎ পাচ্ছেন মর্মে সভাকে অবহিত করেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব মোঃ আকমল হোসেন স্যার যোগদানের পর গ্রাহকদের কিভাবে দ্রুত, মানসম্পন্ন ও হয়রানি মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সেবা প্রদান করা যায় এবং সিস্টেম লস উন্নতি সহ সিস্টেমের উন্নয়নের স্বার্থে স্যারের যাবতীয় কর্মকাণ্ড গ্রাহকদের মাঝে তুলে ধরে উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ আনোয়ারুল আলম সভার মূলতবি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।