চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে এক জন। নিহতের নাম মোহাম্মদ আকবর হোসেন (২২)। সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে রাঙামাটির মাহাসড়কের সর্ত্তারঘাট এলাকায়। নিহত আকবর সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুছজিদ্দা এলাকার ওসমান গনির ছেলে। আহত অবস্থা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতর পিতা ওসমান গণি বলেন, আমার ছেলে নিজে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাহার মৃত্যুতে আমার কাহারো প্রতি কোন শোভা-সন্দেহ নাই। এ ঘটনায় আমি এবং আমার পরিবারের কেহ মামলা মোকাদ্দমা করিবো না।
রাউজান হাইওয়ে থানার এসআই ফখরুল জানান, তারা দুই জন মোটরসাইকেল চালিয়ে সত্তরঘাট যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে থাকা খুঁটির সাথে ধাক্কা লেগে দু"জন আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আকবর নামে এক যুবক মারা যান। আরেকজন সামান্য আহত হন। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত