ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মাহে রমজানের আগমনে রাঙামাটিতে ইফার স্বাগত র‍্যালী

রাঙামাটি প্রতিনিধিঃ
মার্চ ১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

 

পবিত্র মাহে রমজানের আগমন ঘিরে রাঙামাটিতে স্বাগত র‍্যালী করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১লা মার্চ) সকালে র‍্যালীটি রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের গেইট হতে কাঠালতলী, বনরুপা প্রধান সড়ক ও হ্যাপি মোড় হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরি।

এসময় তিনি পবিত্র মাঝে রামজান উপলক্ষ্যে র‍্যালীতে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান। রাঙামাটি শহরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, রাঙামাটিতে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও সনাতনীসহ বিভিন্ন মানুষের বসবাস। তাই হোটেল ও রেস্টুরেন্ট গুলো পুরোপুরি বন্ধ না করলেও পবিত্রতা রক্ষা করে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান ফাউন্ডেশনের এই কর্মকর্তা।

এসময় ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন, পার্বত্য চট্টগ্রামে ছাত্র পরিষদের সহ-সভাপতি মো: আলমগীর, ইসলামিক বক্তা মাওলানা শফিউল আলম আল কাদেরি, মো. আসাদুল ইসলাম, মাওলানা মিরাজ উদ্দিন, মাওলানা রেজাউল করিম নঈমিসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।