ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক,"জাতীয় নাগরিক পার্টি"র নতুন কমিটির নেতা মহির দাবি করছে।
"ছাত্রলীগের পোস্টেড হলে থাকা ৯০% ছাত্র নাকি স্বৈরাচার হাসিনাকে পতন করেছে"।
আর সারা দেশের ছাত্র জনতা বসে বসে ললিপপ চুষেছে! নাগরিক কমিটি থেকে ওকে বহিষ্কারের দাবি করছি।
একটি নতুন দল ধ্বংস হওয়ার জন্য এরাই যথেষ্ট। ছাত্রলীগ পুনর্বাসনের এই প্রক্রিয়া আপনাদের ধ্বংস ডেকে আনবে। এখনো সময় আছে, রাজপথে রক্ত দেওয়া বিপ্লবীদের নিয়ে সংগঠন তৈরি করুন, না হলে ইতিহাস আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে।
যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করেছে, তাদের তারা করে করে মারে আহত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক যেভাবে বিগত ১৬ বছর আমাদের ছাত্রদলের ভাইদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করে করে মারা হতো। আমার ধারনা এগুলা এই উপ অর্থ বিষয়ক সম্পাদকদেরই কাজ। এতদিন ছাত্রলীগ করে হেলমেট পড়ে পড়ে গণতন্ত্রকামি সকল ছাত্রদের উপর হামলা করেছে, এখন খোলস খুলে চশমা পড়ে, দাড়ি রেখে, প্রকাশ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর হামলা করেছে। আমি বিশ্বাস করি, জুলাই ছাত্র-জনতার রাজপথে সংগ্রাম করা কোন ভাই, তার ভাই বোনের গায়ে হাত তুলতে পারে না।
যে দলের ব্যানারেই হোক না কেন, ওদেরকে দেখে দেখে চিহ্নিত করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত। না হলে ২০০০ শহীদের রক্ত এবং ৩০০০০ আহত ছাত্র জনতার সাথে বেইমানি করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত