জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় নিজস্ব কার্যালয় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের সভাপতি খন্দকার আলী হোসেন,যুব দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, ছাত্র দলের আহবায়ক যুবায়ের আহমদ রিয়াজ খান প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিনের আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোষররা এখনো বহাল তবিয়্যতে রয়েছে। তারা দেশে বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। গুম ও গনহত্যার মুল হোতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।
এ সময় বক্তারা যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
নেতাকর্মীদের বলেন,
দলের ভিতরে বিবেধ সৃষ্টি না করে সকল মতভেদ ভুলে গিয়ে কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত