সম্প্রীতি শান্তি বজায় রেখে জমে উঠেছে খাগড়াছড়ি পার্বত্য দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার। শনিবার ভোর বেলা থেকেই শুরু হয়েছে বোয়ালখালী নতুন বাজার। পাহাড়ি, বাঙালি, ত্রিপুরা, মারমা, সকল সম্প্রদায়ের মানুষ বাজারে উঠেছে,। সকলেরই লক্ষ সম্প্রীতি বজায় রেখে পাহাড়ের শান্তি । সবাই বেদাভেদ বলে কর্মস্থলে যোগ দিচ্ছে, জীবিকার নির্বাহের জন্য বাজার করছে,
পাহাড়ি বাঙালি ত্রিপুরা সকল সম্প্রদায়ের মানুষ তাদের চাষকৃত সবজি বাজারে তুলছে বিক্রি করছে প্রয়োজন মত ক্রয় করছে, পাহাড়ে বসবাসর তো সকল সাধারণ মানুষের একটাই লক্ষ পাহাড়ের শান্তি ,
সাধারণ জনগণের দাবি অতি দ্রুত যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাহাড় উত্তাপ সেই ঘটনা যেন শীঘ্রই করা হয়, গুটি কয়েকজনের জন্য তারা নিজেদের ক্ষতি চায় না বলে জানান বাজারে আশা সাধারণ জনগণ,
শান্তি-শৃঙ্খলা ভাবেই চলছে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার, সকল সম্প্রদায়ের মানুষকে নির্ভয়ে বাজারে আসার আহ্বান জানায় বাজার কমিটি,
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত