৪ অক্টোবর শুক্রবার রাত ৯ টায় বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগঁও যাওয়ার সময় ঠাকুরগাঁও গামী মহাসড়কের জোতপাড়া সংলগ্ন স্থানে বড় ধরনের পাগলু ও নসিমনের সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনা শিকার হয়ে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় পাগলু ড্রাইভার, বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম কাজী দবিরুল ইসলাম ও তার ছেলে নেশার উদ্দিনসহ আরো ৪/৫ জন।
তারা বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর, দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
দুর্ঘটনা কবলিত সকল আহতদের জন্য মহান যে আল্লাহরপাকের দরবারে সুস্থতার জন্য দোয়া কামনা করছি আমিন। এতে ওই এলাকার মানুষ আতঙ্ক বিরাজ করছে ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত