পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকে পড়েছে একটি ঘড়িয়াল। সেটিকে কুমির ভেবে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেধে রেখেছেন স্থানীয়রা। প্রাণীটি দেখতে উৎসুক জনতাসহ ব্যাপক ভীড় জমিয়েছে স্থানীয়রা। শনিবার (০৫অক্টোবর) বিকেল ৪ টায় তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে আটকে যায় প্রানীটা।
ঘরিয়াল নামক প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। দীর্ঘদিন পরে প্রাণীটির দেখা মিললো বাংলাদেশে৷
এবিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা কুমির একটি বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলাম। আমরা ঘটনা স্থলে পৌঁছেছি। প্রাণীটি মূলত ঘরিয়াল। এটি শান্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকর না। তবে স্থানীয় লোকজন প্রচুর ভীড় করে রাখায় ভয়ে ঘরিয়ালটি এলিমাল লাভারসের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণীটি অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত