রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এখনো পর্যন্ত আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পারিনি। এমনকি কোনো হতাহতের ঘটনা আছে কি না তাও জানতে পারিনি।’
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত