বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের বদলি ও পদায়ন করে পৃথক আদেশ জারি করা হয়েছে।
বদলিকৃতদের মধ্যে ৮ জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক, ১১ জন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক রয়েছেন।
বদলি আদেশে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের যোগদান করতে বলা হয়েছে।
ইতোমধ্যে যারা যোগদান করেছেন নতুন করে যোগদান করার প্রয়োজন নেই। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত